কথিকা
ডিসকভারি অব ইন্ডিয়া
আ কা শ নে রু দা
বুকে গোলাপ লাগিয়ে কাশ্মীরের শাহী চশমার জল খাওয়া সেই নেহেরু আজ আর নেই! ওঁর চরিত্রে অভিনয় করা 'রোশন শেঠ’ ও আজ আর নেই! শ্যাম বেনেগল থেকে পল্লবী জোশী কেউই আজ আর নেই! শুধু রয়ে গেছে জানার জন্য খুঁজে চলার প্রবৃত্তি। প্রবৃত্তি জীবনের চালিকা শক্তি। কেউ না মানলেও আমি মানি একথাটা। এই প্রবৃত্তি আছে বলেই এখনো খুঁজি!
খুঁজি বলতে কী খুঁজি সে বলা মুশকিল। পোড়া মাটির চা থেকে কাঁটা বেগুনের ভর্তা। দীবানার হিরোইন দিব্যা ভারতী থেকে আমার হার্ট থ্রব স্টেফি গ্রাফ। সামফুলনের সেই ধবধবে সাদা ক্ষরিসের মত তন্বী দেহের অরুনাচলী লিজাও আমার খোঁজার লিস্টে রয়েছে! ‘ও সোনা, ও সোনা, তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি এসে যাও... তুমনে মারি জো এন্ট্রি ইয়ার... দিল মে বাজি ঘন্টি ইয়ার’ গানের সুরে সুর মিলিয়ে সিটি মারতে মারতে রাস্তায় রাস্তায় রকবাজ হয়ে ঘুরতে ঘুরতেও একসময় খুঁজে বেড়াতাম! আমার এই খামখেয়ালীপনা দেখে কী ভাবে লোকজন? সে যে যা ভাবুক! আমি শুধু খুঁজে চলি! রাতবিরেতে পৌঁছে যেতাম মুন্ডা পাড়ায়! হাঁড়িয়া খেয়ে খুঁজতাম! ছত্তিসগড় এর অবুঝমাড়ের জঙ্গলে খাল্খোর বউ এর হাতের সাল্ফি টেনে খুঁজতাম! হেস্টিংস থানা এলাকার এরিয়া ক্রস করে সোনাগাছি নিষিদ্ধ পল্লীতেও সিগারেটে টান মেরে ধোঁয়া উড়িয়ে খুঁজে বেড়িয়েছি! এমন অস্থির মানসিকতার জন্য কেউ আমাকে বৃশ্চিক জাতক বলে মনে করলে ভুল ভাববেন! আসলে আমি কী খুঁজতাম আর কী খুঁজে চলেছি সেটার খবর কে রাখে!
খবর কে রাখে কোথায় কী আছে! হতে পারে এই মুহূর্তে আপনার প্রোফাইলে খুঁজে চলেছি! ফ্রেন্ড লিস্টে না থাকা কারো প্রোফাইলে গিয়ে কবিতায় খুঁজে চলেছি! আমার এই খোঁজ থামবে না! এই খুঁজে চলার প্রবৃত্তি আমাকে পাগল করে ফেলেছে! কোনদিন যদি প্যারিসের বাজারে চলে যাই তবে সেখানেও হাতে লন্ঠন নিয়ে আমি ডায়াজেনিসের মত খুঁজে চলবো! পৃথিবীর প্রথম গ্রন্থাগার চিনের শানবিনে পৌঁছে গেলেও খুঁজে যাবো! প্যারিসের ম-মার্ত্রে রঙ তুলির নগরীতে পৌঁছে গেলেও আমি খোঁজা থেকে বিরত থাকবো না! যে গর্তে পড়ে উইলফ্রেড ওয়েন আহত হয়ে প্রাণ দিয়েছিল সেই গর্তের কাছে পৌঁছে গেলেও আমি খুঁজে বেড়াবো! বোদলেয়ারের প্রেমিকা ব্রুকলিনের শহরে পৌঁছে গেলেও কাট খেতে খেতে খুঁজতে থাকবো! ‘দ্যা টিউলিপ’ পড়তে পড়তেও খুঁজে যাবো! ‘দ্যা ব্যাকবোন ফ্লুট’ এর দীর্ঘ শরীর জুড়ে খুঁজে যাবো! যদি ভুলক্রমে পৌঁছে যাই গুরুদেবের সেই নির্জন দ্বীপ ইসলা নেগ্রায়, সেখানেও খুঁজতে থাকবো! আর্নেস্ট হোমিংওয়ের শেষ জীবনের সঙ্গী সেই জেলেদের গ্রামে গেলেও খুঁজতে থাকবো!
খুঁজতে থাকবো এভাবেই! একটা মানুষ খুঁজতে আমি সারা জীবন খরচ করে ফেলতে রাজি আছি! শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা মানুষ খুঁজে পেতে যা যা করতে হয় সব করবো! পাপ ঘেঁটে পুণ্য করতেও রাজি আছি! মানুষ না পেলে আমার খোঁজ থামবে না! মানুষের স্পর্শ না পেলে আমার মনুষ্যত্বের চেতনা ফিরে পাবো না! এই চেতনা ফিরে পেতে আমাকে খুঁজে যেতে হবে! পাঁচ হাজার বছরের খোঁজ সেরে ফেলা নেহেরুজি কী খুঁজে বেড়িয়েছেন জানা নেই! আমি শুধু একটা মানুষ খুঁজে পেতে চাই!
অসাধারণ লেখনী আঙ্কল 🥰 তোমার এই লেখাটা কথিকা বিভাগকে জাস্টিফাই করছে। 👌🏼👌🏼👌🏼
উত্তরমুছুন