পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চতুর্থ বর্ষ || প্রথম ওয়েব সংস্করণ || শারদ সংখ্যা || ১২ আশ্বিন ১৪৩১ || ২৯ সেপ্টেম্বর ২০২৪

ছবি
       =সূচিপত্র= সম্পাদকীয় পত্রসাহিত্য ১। প্রিয়তমকে- মালা চ্যাটার্জ্জি প্রবন্ধ ১৷ তোমার ঘরে বসত করে কয়জনা- প্রলয় বসু ২৷ আজও রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক- সুদীপ ঘোষাল ৩৷ ছোট গল্পের যাদুকর- শংকর ব্রহ্ম সাহিত্য সমালোচনা  ১৷ ব্যতিক্রমী আঙ্গিকে কাব্যগ্রন্থ 'মানুষে মানুষে'- বিদ্যুৎ চক্রবর্তী ২৷ তবুও বৃষ্টি নামুক: রুদ্র গোস্বামী- উত্তম কুমার দাস গল্প ১৷ মৃণাল ও একটি অনবহিত সিনে সংবাদ- শাশ্বত বোস ২৷ লাস্ট ট্রেনের যাত্রী- ছন্দা চট্টোপাধ্যায় ৩৷ শেষের সেদিন- পাভেল ঘোষ ৪৷ চা-পিত্যেস- শর্মিষ্ঠা ৫৷ গ্রন্থকীট- তপন মন্ডল ৬৷ পারিজাত ফুল গন্ধ- মীনাক্ষী চক্রবর্তী সোম ৭৷ গ্যালারি- অসীম পাঠক ৮৷ আবার কৈশর- অরণ্যানী ৯৷ নয়ন ভরা জল- আশরাফ হায়দার ১০৷ সাইকো কিলার- মমতা শঙ্কর সিনহা (পালধী) ১১৷ একটা কালো মেয়ের গল্প- উত্তম বণিক ১২৷ নিখোঁজ ডায়েরি- কাবেরী রায় চৌধুরী ১৩৷ ফুলের বনে- অশোক কুমার মোহান্ত ১৪৷ মালতীদের গল্প- শর্মিষ্ঠা সেন ১৫৷ প্রেম প্রতিশোধ- প্রদীপ কুমার দে ১৬৷ হৃদ মাঝারে- সোনালী ব্যানার্জি ১৭৷ ভাসান- রঞ্জনা বিশ্বাস ১৮৷ সোনার হরিণ- শ্যামলী ব্যানার্জী অণুগল্প ১৷ চাঁপা- সর্বাণী...

কবিতা

  তুমি কবিতা চেয়েছিলে জ্যো তি র্ম য়  মু খো পা ধ্যা য়  দিইনি, আসলে পারিনি বা হয়নি  তুমি তো জানো ডরোথি— এ ঈশ্বরের উপহার, যেমন তুমি— তোমার নাম এই নাস্তিক আমি-র ঈশ্বর অবশ্য  আমি নিজেই, আমার সেই আমি  যার মুখোমুখি বসলে কথা খুলে যায় লিখে ফেলি কবিতা, বা চুপচাপ দুজনে দুজনের দিকে চেয়ে চেয়ে ভাবতে থাকি কে কার আশ্রয়, কে যে কাকে লেখে বিপন্ন অস্থিরতায়, তুমি তো জানো ডরোথি আমি চাইলেই কবিতা লিখতে পারি না এটুকুই আমার আমি-কার, আমার অহংকার  সেই তো আবার কাছে ডাকলে জ বা  ভ ট্টা চা র্য ডাকলেই যদি সেই হারানো মেঘনামে মাঝে  মুছে দিলে  কয়েক দশক কেন ? হাজার ডেসিবেলে বুকের ভেতর  আমজাদের সরোদ-- পরজ বসন্ত ধুন প্রথম পরশ কুমারীর মতো, আরক্ত লজ্জায় কেঁপে ওঠে  শেষ গোধূলি। পাহাড়ি পথের পাকদন্ডী চা বাগানের  প্রেক্ষাপটে মেঘ কুয়াশার যুগলবন্দি অবিন্যস্ত চুলের ফাঁকে, সাদা কালোর আলতো ছোঁয়া আকাশ নীল চোখের তারায়, জিজ্ঞাসাদের জলোচ্ছাসে প্রাচীন এ নাও টলোমলো। আমাদের যায় নি সে দিন? সবই  আছে! প্রতিটা মেঘ জানে, প্রতিটা জলকণা প্রতিটা প্রহর জানে, হৃদয়ের আনাগোনা মরা গাঙে বৃষ্টি নামে দামাল হাওয়া উথালপাথাল  মুহূর্তে সব স্বপ্ন...