অণুগল্প
বুমেরাং নি র্মা ল্য ঘো ষ "দেখ, তুমি আমাকে ভালোবাসো... আমি তোমাকে খুব যত্নে রাখব..." "কি রকম যত্নে?" ছেলেটির আগ্রহ... " তোমার কোনো ব্যাপারে interfere করব না... যা খুশী করবে... শুধু আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না..." "সে তো এখনো বাসি না অন্য কাউকে..." "ভবিষ্যতেও না..." "ঠিক আছে... কথা দিলাম..." হিমি আনন্দে জড়িয়ে ধরল অতীনকে... আবেগও স্পষ্ট ফুটে উঠেছে তার চোখে মুখে। বড্ড ভালোবাসে সে অতীনকে। তাই তো বরকে ফাঁকি দিয়ে ভিক্টোরিয়ায় প্রতিদিন বিকেলে অতীনের সঙ্গে দেখা করতে আসে। আজকেও এসেছিল। তখনি এ সব কথাবার্তাগুলো হচ্ছিল। হঠাৎ হিমি লক্ষ্য করল অতীনের মুখটা কেমন পাংশু বর্ণের মত হয়ে যাচ্ছে ভিক্টোরিয়া গার্ডেনের বাঁ দিকে তাকিয়ে। "মা, দেখ বাবা..." একটি ফুটফুটে বাচ্চা দ্রুত দৌড়ে আসছে অতীনের দিকে, পেছনে অবাক বিস্ময় চোখে শাখা সিঁদুর পরিহিতা এক বিবাহিত ভদ্র মহিলা তাকিয়ে আছেন অতীনের দিকে। হিমির সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ঘুণাক্ষরেও কোনদিন টের পায়নি এসব। মিছিল শ্যা ম ল কু মা র মি শ্র সত্তরোর্ধ্ব নিরঞ্জনবাবু পথ হাঁট