ছড়া




নাই কাজ

সা গ রী  রা য়


বক্সী বাবু আঁকশি দিয়ে
কানকো ধরে মারলো টান -
অজিত বলে সত্যবতী
পচিয়ে দেবে সবার কান।
রোজ রোজ কি মাছ ধরা যে
হয়েছে তোমার নতুন শখ ,
তাও বা যদি গাঁথতে ছিপে
ইলিশ কিম্বা কই এর মুখ।
পুটি কিম্বা বাটার ওপর
নেইকো তোমার এলেম আর ,
যবে থেকে সত্য উধাও -
এ কাজ তোমার নিত্যকার।
সত্য এখন খোলামকুচি ,
সত্য বড়ো সস্তা আজ
তাই তো এখন দিন টানা দায় -
পারো নাকো অন্য কাজ ?

মিত্র বাবু ব্যায়াম করেন
পুকুর পাড়ে নিত্য রোজ ,
শুধান ডেকে বক্সী বাবু
বাড়িতে আজ হচ্ছে ভোজ ?
তোপসে বলে ঘাটিও নাকো
বক্সী বাবুর হতাশ মন -
সত্য এখন বিলুপ্তপ্রায় ,
মিথ্যের ই জয় সারাক্ষন।
তাইতো বোসে ছিপটা কোষে
ফাৎনা নাচায় সারাদিন ,
আজ দুপুরে পণ করেছে
ধরবে পোনা গোটা তিন।


টাকের ওপর হাত বুলিয়ে
দুঃখ করেন লালুদা -
প্রখররুদ্র চলছে না আর -
সান্তনা দেয় ফেলুদা ,
দেখুন যদি ওকে দিয়ে
বাজাতে পারেন গিটার -
কিম্বা একটু প্রেমের ত্রিকোণ
বলেন মিস্টার মিটার।
খটকা লাগে রুদ্র এখন
বড্ডো বেশি রুরাল
মধ্য রুচি জুড়তে হবে ,
তবেই হবে ভাইরাল।
যাক সে কথা সবাই চলুন
রজনী সেন রোড -
গরম গরম লুচি খেলে
চাঙ্গা হবে মুড।

               




জীবন

নী তা  রা য়

জীবন,তোমাকে  খুঁজিনি  কখনও 
ব্যাস্ত  কাজের  ভিড়ে,
ছোটবেলার  খেলাধুলায়, 
নদীর  বালুতীরে!
কোচিং  ক্লাসের  সন্ধ্যা
আর  পাড়ার  মোড়ের  ঠেকে--
জীবন  কোথায়  চলে  গেছে,
আমায়  ডেকে  ডেকে!
মাঠের  ঘাসে  রুমাল  পেতে
অচেনা  এক  সুর,
জীবন  তোমায়  হারিয়ে  ফেলি
কত--কতদূর!
বাড়ি,গাড়ি,রান্নাবাটি,
কেনাকাটি  মলে,
জীবন  থেকে  পালিয়ে  বাঁচি,
জীবন  গড়ার  ছলে!

আজকে  যখন  সব  কাজ  শেষ
সূর্য  অস্তাচলে--
জীবন  এসো  আমার  কাছে
তোমায়  ছোঁব  বলে।
জীবন  বলে  মুচকি  হেসে--
"ছিলাম  তোমার  পাশে  পাশে,
যখন  ছিলে  নানান  কাজে,
দাওনি  যখন  ধরা,
আজকে  তোমার  অবসরে
কেন  এমন  ডাকলে  মোরে!
এখন  আমার  কাজ  ফুরাল, 
এখন  যাবার  তাড়া!!"






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চতুর্থ বর্ষ || প্রথম ওয়েব সংস্করণ || শারদ সংখ্যা || ১২ আশ্বিন ১৪৩১ || ২৯ সেপ্টেম্বর ২০২৪

তৃতীয় বর্ষ || দ্বিতীয় ওয়েব সংস্করণ || হিমেল সংখ্যা || ৪ ফাল্গুন ১৪৩০ || ১৭ ফেব্রুয়ারী ২০২৪

তৃতীয় বর্ষ || তৃতীয় ওয়েব সংস্করণ || বাসন্তী সংখ্যা || ২৭ বৈশাখ ১৪৩১ || ১০ মে ২০২৪