দ্বিতীয় বর্ষ ॥ দ্বিতীয় ওয়েব সংস্করণ ॥ হিমেল সংখ্যা ॥ ২১ মাঘ ১৪২৯ ॥ ৫ ফেব্রুয়ারি ২০২৩
=সূচিপত্র=
সম্পাদকীয়
পত্রসাহিত্য
১। ফ্রাইডেজ ফর ফিউচার- সায়ন্তন ধর
২। ... এবং পরকীয়া- আরতি ধর
৩। মেঘের কাছে গাছের চিঠি- সরমা দেবদত্ত
৪। বিবাহবার্ষিকী- শ্রী সারথি মজুমদার
৫। আল্পনার চিঠি- অদিতি ভট্টাচার্য (অরণ্যানী অরণ্যানী)
প্রবন্ধ
১। হুমায়ূন আহমেদ: লেখক, কবি, সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক, গীতিকার, নাট্যকার- শংকর ব্রহ্ম
২। কুসংস্কার- কনককান্তি মজুমদার
৩। চর্যাপদ কাব্যের ছন্দ ও অলঙ্কার- ছন্দা চট্টোপাধ্যায়
৪। ছড়া ও শিশুকথা- অনিন্দিতা নাথ
৫। কবি ও কবিতা- ডরোথী দাশ বিশ্বাস
৬। অভিনেতা রবীন্দ্রনাথ- রানা সরকার
৭। শিল্পবোদ্ধা রামমোহন- শুভজিৎ সরকার
সাহিত্য সমালোচনা
১। দহন: সুজাতা মিথিলা- নির্মলেন্দু কুণ্ডু
২। একটি মনোযোগী অধ্যয়ণ: "চকাচকী"- গীতশ্রী সিনহা
গল্প
১। পিপাসা- রথীন্দ্রনাথ রায়
২। শাস্তি- তুলসী মন্ডল
৩। মা- সর্বাণী রিঙ্কু গোস্বামী
৪। ভালোবাসার বাসা- সুলগ্না চৌধুরী
৫। মনদীপ- সুমিতা চৌধুরী
৬। কবিতা ও আমি- হামিদুল ইসলাম
৭। খুবসুরতী- কাবেরী বোস নীলবৃষ্টি
৮। মেয়েছেলের জুতো- সিরাজুল ইসলাম
৯। দেবু টুডুর মেয়ে- বিউটী সান্যাল
১০। জয়ী- সঞ্চিতা গোস্বামী
১১। মোর পানিতে ঘর- কাকলি বসু
১২। কৈফিয়ত: প্রেমপত্র ও প্রেমপত্রের উত্তর- ছবি ব্যানার্জী
১৩। ভাঙন- সুনন্দা চক্রবর্ত্তী
১৪। সূর্যাস্তের পর- শাঁওলি দে
১৫। বৃষ্টির জন্মদিন- বীথি কর
অণুগল্প
১। চিটিংবাজ- প্রদীপ দে
২। অভিমানী প্রেম- মিঠুন মুখার্জী
৩। গল্প না সত্যি- অসীম পাঠক
৪। সুখি হওয়ার চেষ্টা- প্রীতম সরকার
৫। টাইমমেশিন- সুজিত চক্রবর্ত্তী
৬। অভিক ও ছন্দা- বিশ্বনাথ রাহা
৭। মরা স্বপ্ন- মোয়াল্লেম নাইয়া
৮। অভিশপ্ত স্থান- সব্যসাচী (ড: সায়ন ভট্টাচার্য)
৯। অভিশপ্ত বর্ষা- জয়ন্তী
১০। নদী আমার নদী- কল্পোত্তম
কথিকা
১। কিছু নেশা ছিল... বাকিটা কপচানো বুলি- উত্তম কুমার দাস
২। শ্রীরাধিকা জাগো- গীতালি ঘোষ
৩। ভাগ্যচক্র- প্রণব কুমার বসু
কবিতা
১। স্বপ্ন খামার- শ্যামলী ব্যানার্জী
২। কাঁটা বিঁধে আছে- সোমা নন্দী
৩। নিদাঘ- সোমা নন্দী
৪। সমুদ্র বিনম্র রয়- শুভাশীস সাহু
৫। গঙ্গাস্নানে- বিশ্বনাথ মাঝি
৬। শিশুবেলার গন্ধ- গীতালি ঘোষ
৭। সময়ের চোরা স্রোত- প্রচিত্র সোমনাথ
৮। আইকর্ণিয়া- শ্যামল কুমার মিশ্র
৯। নতুন কাব্য আমরা লিখে যাই- জয়ন্ত দত্ত মজুমদার
১০। অনন্ত পুণ্য সন্নিধানে- রত্না দাস
১১। স্বগতোক্তিতে গান্ধারী- রত্না দাস
১২। প্রস্থান- দেবাশিস সরখেল
১৩। শব্দ মোহ বন্ধন- দেবাশিস সরখেল
১৪। কুহক- নীল আকাশ
১৫। দহন- অমল সিনহা
১৬। কৃষ্ণকলি- অমল সিনহা
১৭। বন্ধু- অমল সিনহা
১৮। কবিতা পাঠ- কৌশিক গাঙ্গুলী
১৯। একই ধারার সঙ্গীত- অমল বিশ্বাস
২০। কবিতার উঠোনে- অসীম দাস
২১। অধিকার- সুস্নিগ্ধা রায় চৌধুরী
২২। বেকুব বিবৃতি- ভীষ্মদেব বাড়ৈ
২৩। কথকতা- সঞ্চিতা ভট্টাচার্য
২৪। আশা- দেবযানী ঘোষাল
২৫। শীতল আহ্বান- প্রদীপ কুমার দে (নীলু)
২৬। শীতের সুখ- প্রতিম সেন
২৭। কী ভীষণ দরকার ছিল- সিরাজুল ইসলাম
২৮। জোকার ও নববধূ- শান্তময় গোস্বামী
২৯। দহন- শান্তময় গোস্বামী
৩০। দেউলিয়া- প্রদীপ আচার্য্য
৩১। বেড-টি- পৃথ্বীশ দত্ত
৩২। ভাসানের নীল স্রোতে- বিবেকানন্দ নস্কর
৩৩। বোধশূন্য- মধুমিতা বসু সরকার
৩৪। ডাকবাক্স- নূপুর রায় রিনঝিন
৩৫। ইচ্ছেডানা (২)- নূপুর রায় রিনঝিন
৩৬। বন্ধ হোক এ নিঠুরতা- শুভ্রা ভট্টাচার্য
৩৭। একটা অতিরঞ্জিত মানবীজন্মের কবিতা- চৈতালি নাথ
৩৮। প্রেম আসুক- মৌমিতা চ্যাটার্জী
৩৯। অনাথ- উজ্জ্বল অধিকারী
৪০। প্রিয় খাবার- বিধান ঘোষ
৪১। ওহে ঝরাপাতা- ছন্দা দাম
৪২। শীত-আর সব...- প্রলয় বসু
৪৩। বেশরম- কাবেরী বোস নীলবৃষ্টি
৪৪। সোমরস- অসীম পাঠক
৪৫। পাল্টে ফেলেছি নিজেকে- পল্লব ভট্টাচার্য অনন্ত
৪৬। আমি কবি নই- সৌরভ সরদার
৪৭। সাদা-কালো অক্ষর- জয়ীতা চক্রবর্তী আচার্য
৪৮। প্রেমের উৎস- সঞ্জয় কুমার কর্মকার
৪৯। ও আকাশ- নিভা চাকলাদার
৫০। দুই হাত- অজিত কুমার জানা
৫১। গল্পটা হোক তোমার আমার- ভার্গবী
৫২। শান্ত মন- অন্নপূর্ণা দাস
৫৩। শব্দের হাহাকার ও বিন্দুজল- সন্দীপ কুমার মিত্র
৫৪। অলকানন্দা- চন্দ্রাণী চৌধুরী
৫৫। একটু পাগলামি থাক- শ্যামল খাঁ
৫৬। সেই পাথর খুঁজছি- শ্যামল খাঁ
৫৭। আমি এক ছেলে- পার্থ মন্ডল
৫৮। পটভূমি- অমিতাভ দে
৫৯। বিপন্ন হৃদয়- সুলতা পাত্র
৬০। হাঁদুখুড়োর ইচ্ছে- সুশান্ত ঘোষ
৬১। ধরি পারি যতো- বদরুদ্দোজা শেখু
৬২। চিতাকাঠ- গৌরাঙ্গ সুন্দর পাত্র
৬৩। বেঁচে থেকো- তনুজা চক্রবর্তী
৬৪। হেমন্তিকায়- কাবেরী রায়চৌধুরী
৬৫। রূপকথাদের ভিড়ে- কাবেরী রায়চৌধুরী
৬৬। শীতল হাতছানি- কাবেরী রায়চৌধুরী
৬৭। এটা কোন কবিতা নয়, একপশলা চোখের জল- শিখা নাথ
৬৮। অবেলায়- কবিতা বন্দ্যোপাধ্যায়
৬৯। অধুরা স্বপ্ন- অমিত চৌধুরী (সিন্টু)
৭০। নির্লিপ্তি- সুমন্ত চক্রবর্তী
৭১। বেচারামের আতঙ্ক- খগেশ্বর দেবদাস
৭২। বেলা বয়ে যায়- নীহার কান্তি মন্ডল
৭৩। বৃষ্টির গান- বিকাশ গুঁই
৭৪। সন্ধ্যায় তুমি- তুহিন কান্তি ভট্টাচার্য্য
৭৫। সুচারু চাঁদ ও পাইনের ছায়ায়- শুভঙ্কর পাল
৭৬। পরিতাপে জীবন ইটময়- প্রদীপ মন্ডল
৭৭। সুন্দরী গাছ- স্মরজিৎ ব্যানার্জী
৭৮। মনে রবে নীরবে- সুব্রত নন্দী
৭৯। সুখ কারে কয়- মনোজ সমাদ্দার
৮০। বেঁচে আছি- অরুণ কুমার দাঁ
৮১। গোলাপবালা- স্বাতী ঘোষ
৮২। তোরা যুদ্ধ করে করবি কি তা বল- উজ্জ্বল চক্রবর্তী
৮৩। সেখানে- নবনীতা
৮৪। মশা- ড: মধুমিতা ভট্টাচার্য
৮৫। উদ্ভাসিত মুখ- মঞ্জিরা ঘোষ
৮৬। অপরিহার্য- মঞ্জিরা ঘোষ
৮৭। তুমি রবে নীরবে- মৌসুমী মুখার্জী
৮৮। ভোরের আলো আসবে এবার- মালা চ্যাটার্জ্জি
৮৯। জীবশ্রেষ্ঠ- সোনালী মন্ডল আইচ
৯০। বাবুইবাসা- পাপড়ি রায়
৯১। অলীক ভাবনা- টুলা সরকার
৯২। নেতাজীকে খুঁজে ফিরি আপন ঘরে- আশরাফ হায়দার
৯৩। মাঝি- সুশান্ত সেন
৯৪। ভেসে যাওয়া কবিতারা- সৌমেন দত্ত
৯৫। যন্ত্রণার বারমাস্যা- সুখেন্দু ভট্টাচার্য
৯৬। থাকবে না কেউ দুঃখে- রতন পাল
৯৭। সন্তান সম্ভবা- স্বপন কুমার ধর
৯৮। ব্যর্থ জীবন- বন্দনা রায়
৯৯। কবিতা হলেও সত্যি- অমিত কুমার নস্কর
১০০। ভরাডুবি- দেবারতি গুহ সামন্ত
১০১। লিওনেল মেসিকে- লুৎফর রহমান খোকন
১০২। ভালো-বাসা- অনিন্দিতা ভট্টাচার্য্য
১০৩। নিশ্চিন্ত আনন্দ- প্রবীর কুমার চৌধুরী
১০৪। ওপেন টি বায়োস্কোপ- প্রকৃতি দত্তা
১০৫। পুনর্মিলন- আল্পি বিশ্বাস
১০৬। হাঁটতে হাঁটতে-হাটে বাজারে- সুজিত মুখোপাধ্যায়
১০৭। ফেরিওয়ালা- বন্দনা মন্ডল মিত্র
১০৮। তুই আফিম হয়ে মিশে গেছিস রক্তে যখন- আমিনুল ইসলাম
১০৯। কবিতার অন্বেষণে (২৯-৩৪)- পলাশ বিশ্বাস
১১০। বর্ণমালা ও পরকীয়া- ঋষি
১১১। কথা কিছু কিছু- মধুপর্ণা বসু
১১২। তুমি- আকাশ নেরুদা
ছড়া
১। নাই কাজ - সাগরী রায়
২। জীবন - নীতা রায়
অনুবাদ কবিতা
১। টিউলিপ- অলিপা বসু
রম্য রচনা
১। চাবি- চৈতালী চক্রবর্তী (চৈতি)
ভ্রমণ কাহিনী
১। অজন্তার অরণ্যের অতিথি- শ্রয়ণ সেন
২। বাংলার গোকুলে- শম্ভু সেন
৩। রুবির সঙ্গে সুন্দরবনে- দেবিকা চট্টোপাধ্যায়
৪। পালানোর পাঁচকথা: দেওরিয়া তাল-চোপতা-তুঙ্গনাথ: পর্ব ঘ- মানবেন্দ্রনাথ দত্ত
৫। পুরুলিয়া অযোধ্যা পাহাড় ঘুরে (পলাশ মোহে)- সীমা সান্যাল
৬। আমার ছোট্ট সফর- মাতৃভূমি ঢাকা-পর্ব ৫ ও পর্ব ৬- সুজাতা দাস
৭। পাহাড় ছুঁয়ে মোহনায়- সুনৃতা রায় চৌধুরী
স্মৃতিকথা
১। কাশ্মীর পঞ্চম পর্ব- শুভ্রজীৎ বিশ্বাস
চিত্রশিল্প
১। শিল্পী: সুদেষ্ণা দেবনাথ
২। শিল্পী: রামানন্দ কাপাশিয়া
৩। শিল্পী: তৌফিকুর রহমান
৪। শিল্পী: শম্পিতা রায়
========================================
উপদেষ্টামণ্ডলী :- সুজিত মুখোপাধ্যায়, পাভেল ঘোষ, রঞ্জিত রায়, গীতশ্রী সিনহা, ছন্দা চট্টোপাধ্যায়, মণিকা বিশ্বাস কর্মকার, সত্যজিৎ কর, চিরঞ্জিত দে, সোনালি মন্ডল আইচ, শুভ্রা দাশগুপ্ত
সম্পাদক: ডরোথী দাশ বিশ্বাস
সহ সম্পাদক :- সুনৃতা রায় চৌধুরী
প্রচ্ছদ :- সায়ন্তন ধর
কারিগরী ও শিল্পনির্দেশক :- উত্তম মাহাত
=======================================
সম্পাদকীয়
কোন বাধাই বাধা নয়-
রানার ওয়েব ম্যাগাজিন বের হবার নির্ধারিত সময় ছিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ। অনিবার্যভাবে পেশাগত দায়িত্বের গুরুভার, সাংসারিক বাধাবিঘ্ন, শারীরিক অসুস্থতা- সব সামলাতে জানুয়ারি শেষ। উত্তমভাই ফোন করে খোঁজ নিয়েছে, ম্যাগাজিন বের করার প্রযুক্তিগত বিষয়ে গুরুদায়িত্ব যে তাঁরও। ফোন করে, হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে জানতে চেয়েছেন রানারের শ্রদ্ধেয় লেখক-কবি-গুণীজনেরাও। ২৭ শে জানুয়ারি থেকে ১৫৫ জনের ১৬৫ টি বিষয় নিয়ে শুরু হলো এডিটিং -এর কাজ। কর্মক্ষেত্র থেকে পাওনা ছুটি নিয়ে নিলাম শুধুই এই হিমেল সংখ্যা প্রকাশের জন্য। মানুষ ভাবে এক, সর্বনিয়ন্তার ইচ্ছে আর এক। ৩১শে জানুয়ারি এলো সেই অকল্পনীয় মুহূর্ত। ডিভাইসের মাদারবোর্ড নষ্ট হয়ে গেলো। নেমে এলো এক অদ্ভুত আঁধার। "তাই সেই স্বপ্ন, কাজ, কথা/অখণ্ড অনন্তে অন্তর্হিত হয়ে গেছে।/কেউ নেই কিছু নেই- সূর্য নিভে গেছে।" — এত বিপর্যয়ের মধ্যেও জীবনানন্দের লাইনগুলো মনে হলো। এখানেই সাহিত্যমনস্ক হয়ে সুন্দরভাবে বেঁচে থাকার যৌক্তিকতা। না, আছে- আছে- সকলের লেখাই সুরক্ষিত আছে "হিমেল ২০২৩" হোয়াটসঅ্যাপ গ্রুপে। ক্ষীণ জ্যোৎস্নালোক নয়, গোধুলির আলো-ছায়াও নয়, সে এক অভাবনীয় আশার আলোই বটে। এমত বিপর্যয়ে অত্যন্ত ধৈর্যশীল ও অবিচলিত থেকে এডিটিং -এর কাজ সেরে একটু দেরিতে হলেও প্রাক্ বসন্তেই পত্রিকার হিমেল সংখ্যা প্রকাশ করতে পেরে ভীষণ স্বস্তি বোধ করছি। এজন্য পত্রিকার সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপদেষ্টামণ্ডলী সহ প্রিয় লেখক-লেখিকা-কবিবন্ধুদের কাছে চিরকৃতজ্ঞ। সকলে ধৈর্য ধরে সাথে ছিলেন- আছেনও; সকলের সহযোগিতা পেয়েছি বলেই "রানার চলেছে…" মানবাত্মাকে এক নির্বিকল্প রসানন্দে আবিষ্ট করে তুলতে। সাহিত্যস্রষ্টারা সৃষ্টির নবদিগন্ত উন্মোচন করে চলেছেন অবিরত ভাবে। রানারের সাহিত্যাকাশে চাঁদের হাট। তাঁরা রানারকে ভোলেননি। সহৃদয় পাঠকবর্গের অন্তরাত্মা ছুঁয়ে যাবে সে আলোয়, গভীর উপলব্ধিতে এ সাংস্কৃতিক কর্ম বিকশিত হবে, এবিষয়ে আমরা নিশ্চিত। তবু যে অনিচ্ছাকৃত ত্রুটিবিচ্যুতি রয়ে গেলো, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। মাভৈঃ রানার।
_____________________________________________
অভিনন্দন ❤️
উত্তরমুছুনআন্তরিক শুভেচ্ছা ❤️
খুব খুব ভালো লাগছে... অসাধারণ হয়েছে রানার ওয়েব ম্যাগাজিনের হিমেল সংখ্যা ২০২৩
উত্তরমুছুনহিমের রাতে ওই গগনের দীপগুলিরে
উত্তরমুছুনকরল আলো বাসন্তীকা
ধন্যবাদ রানার
ভীষণ ভালো লাগলো
চড়াই-উতরাই ই জীবনের নাম
এগিয়ে চলুক রানার তার সগৌরবে
রানার ওয়েব ম্যাগাজিনের জন্য রইল অন্তহীন শুভেচ্ছা। এগিয়ে চলুক আপন গতিতে।
উত্তরমুছুনঅসম্ভব ভালো কাগজ হয়েছে মনে করছি
উত্তরমুছুনআমার কবিতাটি পড়তে চাই । খুলতে পারছি কই।
উত্তরমুছুনবিশ্বনাথ মাঝি
উত্তরমুছুনখুলতে পারছি না। আমার কবিতাটি পড়তে চাই ।
আমি শুলতা পাত্র আমি শুলতা পাত্র আমি সুলতা পাত্র।
উত্তরমুছুনআমি সুলতা পাত্র আমার লেখা কবিতা খুলতে পারছিনা।
উত্তরমুছুনসুলতা পাত্র
উত্তরমুছুনআমার লেখা কবিতা পড়তে পারছি না।