পত্রসাহিত্য
বসন্তকে খোলা চিঠি
সু মি তা চৌ ধু রী
প্রিয় বসন্ত,
তুই যে আমার বড়ো আপন, মন গহীনে চিরকালীন। আজো তোকে মনের ঘরে করি সাদরে আমন্ত্রণ। যদিও আমার জীবনে তোর পলাশের লালিমা আজ উধাও। কালের চাকা বড়ো তাড়াতাড়ি ঘুরেছে, দেখিয়েছে নির্মম বাস্তবতা। সময় দিয়েছে ধুয়ে ভালোবাসার, আদর-সোহাগের সব রঙ। তবু, যখন আকাশ বাতাস মুখরিত হয় তোর ফাগের অনুরাগে, তখন বেখেয়ালেই আমারও মন মাততে চায় তোর পরশে।
জানি সুখ আর দুঃখ জীবন আঙিনায় করে সহবাস আপন পরম্পরায়। তাই দুঃখকে মেনে নিয়েছি, করিনি কোনো অভিযোগ। তাই তোকে আজও সাদর অভ্যর্থনায়, আমার মনের নেই এতোটুক কার্পণ্য।
তুই তোর রঙে রঙে ভরে দিস সকল মন, ভালোবাসার পূর্ণতায় এইটুকুনিই আমার অনুরোধ। রাখিস কিন্তু, তোর সখীর এই অনুরোধটুকু।
আর আসিস বারবার এভাবেই রাঙা গোধূলির সাজে, প্রেমের আবেশ মেখে। আমি আজীবন তোর শিমুল পলাশের সাথে পাড়ি দেবো সুখ স্মৃতির পাড়ায়। এভাবেই করবো তোর সাথে, বসন্ত যাপন। তুই যে আমার প্রাণসখা। তোর সাথ ছাড়বো কেমনে। তাই রইবো চেয়ে তোর পথ পানে, অধীর প্রতীক্ষায়। ভালো থাকিস সখা, কোকিলের কুজনে মেতে, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার অনুরাগের আবীরে রেঙে। ভালো রাখিস সকলকে, তোর ভালোবাসার ফাগে রাঙিয়ে।
ইতি - তোর অনুরাগী
মিতা
(শব্দসংখ্যা ১৭০)
কেমন আছেন সবাই?
উত্তরমুছুন