ছড়া
খোকার প্রশ্ন তু হি ন কু মা র চ ন্দ ভোর বেলাতে বাবার কাছে বলছে ডেকে বিকি ট্রামের কেন মাথায় বাবা এত্ত বড় টিকি! কেনই বাবা নদীর জলে ঢেউগুলি খুব কম কেনই বাবা লুচির সাথে মানায় আলুর দম! বাবা বলেন বকর বকর একটুখানি থামা, বল দিকিনি কেবা ছিলেন শাজাহানের মামা! বলতে পারিস আরব দেশে খেজুর কেন ফলে বলতো কেন আকাশ থেকে চাঁদ নামেনা জলে! অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে থাকে খোকা আমি কি আর ওসব জানি অতই আমি বোকা, তুমি আমায় শিখিয়ে দিলে শিখবো আমি তবে নইলে আমার বিদ্যে বুদ্ধি কেমন করে হবে? বাবা তুমি বলতে পারো টাক কেন হয় মাথায় বলতে পারো হাজার ফুটো কেন দাদুর ছাতায়! কেনই বাবা নালার পাশে ক্ষুধায় মানুষ কাঁদে বলতে পারো বৃষ্টি বাদল হয়না কেন চাঁদে? জটিলতর প্রশ্নগুলো শিখলো কোথায় খোকা বুদ্ধি যে তার ভর্তি মাথায় কে বলেছে বোকা! খোকার প্রশ্ন মাথায় ঘোরে বুদ্ধিতে যায় চেনা বুদ্ধি যে তার ভর্তি মাথায় জন্ম থেকেই কেনা। বুঝবে কেমন মজা তু হি ন কু মা র চ ন্দ পড়ার ঘরে মোবাইল নিয়ে মোবাইল ঘাঁটে ছেলে, সহজ কথায় মায়ের কাছে চাইলে ওটাও মেলে। অফিস থেকে ফিরলে বাবা সেকি পড়ার ঘটা! কেউ জানেনা গোপন কথা শুধুই জানে পটা। বাবা ভাবেন বেশ হয়েছে পড়ায় ভীষণ ...