পত্রসাহিত্য

মেঘের ঠিকানায়

সু মি তা চৌ ধু রী

প্রিয়,

বর্ষা আবার আঁকিবুকি কাটছে নিজস্ব নিয়মে প্রকৃতিতে। তাই আজ বড়ো মনে পড়ছে তোমার কথা। মনে আছে একসাথে বৃষ্টিভেজা সেই সোনালী দিনগুলো? বৃষ্টিভেজা কবিতাগুলো? টিনের চালে বৃষ্টির জলতরঙ্গকে একমনে কান পেতে শোনা? বৃষ্টির নূপুর ধ্বনির সাথে গুনগুনিয়ে ওঠা গানের দু'কলি? কখনো বা বৃষ্টির সাথে সখ্যতায় তাকে সঙ্গী করে বেড়িয়ে পড়া নিরুদ্দেশে?
আজও যে ভিজে মনটা তোমার কাছেই তুলে রাখা আছে। এখন শুধু শুষ্ক জীবন বহন করছি আমি। তবে স্বপ্নে যখন তুমি আসো, তখন খানিক ভিজে নিই। কখনো তোমার সাথে বৃষ্টিতে,  কখনো তোমার প্রেমের বৃষ্টিতে। সেইটুকুই পাথেয় এখন আমার আগামীর পথচলায়।
তুমি তো আজ আছো মেঘমুলুকেই। নিশ্চয়ই প্রাণ ভরে ভেজো বৃষ্টির ঝর্ণায়। জানি, বৃষ্টি যে তোমার খুব প্রিয়,  যেমন আমারও।

আজ আমার হয়েও বৃষ্টি ভিজো তুমি, আমি ঠিক তার পরশ পাবো মনের ঘরে। মেঘমুলুকের ঠিকানাতেই লিখলাম এই চিঠি। আমার প্রেমের স্মৃতির বৃষ্টিতে ভিজিয়ে।
                    তোমার 
                         মিঠি

(শব্দ সংখ্যা: ১৩৪)





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চতুর্থ বর্ষ || প্রথম ওয়েব সংস্করণ || শারদ সংখ্যা || ১২ আশ্বিন ১৪৩১ || ২৯ সেপ্টেম্বর ২০২৪

তৃতীয় বর্ষ || তৃতীয় ওয়েব সংস্করণ || বাসন্তী সংখ্যা || ২৭ বৈশাখ ১৪৩১ || ১০ মে ২০২৪

কবিতা