ভটামদার লটারি কাণ্ড পা ভে ল ঘো ষ রবিবারের সকাল। চা বিস্কুট খেয়ে বাজারের ব্যাগটা হাতে নিয়ে বেড়িয়েছি, গেটের মুখে ভটামদার সঙ্গে দেখা। "মাস্টার, তাড়াতাড়ি বাজার করে ফেরো। কথা আছে।" ভটামদার এই কৌতূহলে রেখে কথা বলাটা আমার দুচোক্ষের বিষ লাগে। ভুরু কুঁচকে রাগ রাগ করে বললাম, "বলেই ফেলুন না ন্যাকামো না করে..." শুনে ফিক করে হাসলেন ভটামদা। বললেন, "তোমাকে নিয়ে একটু শ্বশুর ঘর যাবো ভটাম করে। বৌমাকে বলে দিও, দুপুরে মিল অফ।" "অ্যাঁ...! আপনার শ্বশুরবাড়ি..! কোন দুঃখে..?" "আরে, আমার শ্বশুর লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছে..! এক কোটি টাকা..!" "ভাগ বসাতে যাবেন নাকি..?" "ধুর মাস্টার..! মদ ছাড়া কোনো বিষয়ের উপর আমার আসক্তি নেই।" "তাহলে গমনের হেতু..?" "তোমার এই একটা সমস্যা মাস্টার..! সবেতেই গোয়েন্দাগিরি করা অভ্যাস। আরে বাবা, শ্বশুরের আমার হার্টের ব্যামো। ডাক্তার বলেছে, উত্তেজনা মোটেই ভালো নয়। তাই..." "আপনি গিয়ে কি অসুখ ভালো করে দেবেন নাকি..?" "পুরোটা শোনো..." "বলুন...' "শ্বশুর ...